মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 29 Nov 2012, 09:06 AM
Updated : 29 Nov 2012, 09:06 AM

"যে সব শিশুরা শহরে বাস করে তাদের বেড়ে উঠা গ্রামের শিশুদের চেয়ে সর্ম্পূণ ভিন্ন। নগরকেন্দ্রীক শিশুরা বড় হয় একটি নির্দ্দিষ্ট চকে বাঁধা গন্ডির মধ্যে। সকালে স্কুল, দুপুরে ঘুম বা গৃহশিক্ষক, বিকালে ছাদে বা কম্পিউটারে গেমস খেলে। শুক্রবার নাচ, গান অথবা চিত্রাংকন শিখে। বলা যায় সপ্তাহের সাত দিন ব্যস্ত থাকতে হয় তাদের। কিন্তু গ্রামে বেড়ে উঠা শিশুদের এত বেশি গন্ডীবদ্ধ জীবন ধারণ করতে হয় না। তাহাসিন তারন্নুম আরিয়ান এমন এক শহুরে শিশু। কেজি শ্রেণীর ছাত্রী। যার শিশুজীবনটাও সভ্যতার চক্রে চকেবাঁধা। শুক্রবার যে দিন ওর ছুটি সেদিন নাচ ও গান শিখে সময় পার হয়। সময়ের অভাবে সে কখনো চিত্রাংকন শেখার সুযোগ পাইনা। কিন্তু তার প্রতিভা বসে থাকে না, সে অন্য সাথীদের অংক দেখে দেখে নিজেই আঁকে এমন সব ছবি। আমি তার কল্পনায় গ্রামের ছবি দেখে মুগ্ধ!