::মুক্তিযুদ্ধের বিজয় মেলা::

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 23 Dec 2012, 12:44 PM
Updated : 23 Dec 2012, 12:44 PM

মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও ১৫ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় প্রতিদিন স্থানীয় মুক্তিযোদ্ধারা ৭১'এ যুদ্ধকালিন সময়ে যুদ্ধ নিয়ে তাঁদের স্মৃতিচারণ ও বিভিন্ন অভিজ্ঞতার কথা দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন। নতুন প্রজন্মের বিভিন্ন বয়সী লোকেরা তাদের এই স্মৃতিচারণ গুলো মনোযোগ সহকারে শুনছেন। এছাড়া মেলায় প্রতিদিন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হচ্ছে দেশাত্ববোধক, পালা ও বাউলগান। মেলার একটি এলাকা জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে প্রদর্শীত হচ্ছে যুদ্ধকালিন বিভিন্ন ছবি ও স্মারক। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাসসহ বিভিন্ন বিনোদনের উপকরন যেমন আছে তেমনি সাংসারিক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরাও মিলছে ভালো। এই মেলা ২৭ ডিসেম্বর ২০১২ইং পর্যন্ত চলবে।