গ্রাম্যমেলা :: মুরুলী,কদমা,বাতাসা ও মুড়ি-মুরকী::

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 26 Dec 2012, 10:58 AM
Updated : 26 Dec 2012, 10:58 AM

বাংলাদেশের প্রতিটি গ্রামে যে সব গ্রাম্যমেলা বসে তা গ্রামীণ জনজীবনে ক্ষণিকের জন্য হলেও কিছুটা আনন্দ বিনোদনের খোরাক যুগিয়ে থাকে। গ্রামীণ শিশু কিশোররা এই গ্রামীণ মেলা গুলোর জন্য সারা বৎসর অপেক্ষা করে থাকে। ফি বৎসর মাটির ব্যাংকে পয়সা জমিয়ে মেলায় খরচ করা তাদের জন্য একটা আনন্দের বিষয় হিসাবে গণ্য হয়। চরকি, নাগরদোলা, পুতুল নাচের পাশাপাশি আরো কিছু ছোটখাটো বিনোদনের ব্যবস্থা থাকে এই সব মেলা গুলোতে। সওদা পাতির মধ্যে সাংসারিক প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনা ছাড়াও পরিবার বা আত্নীয় স্বজনদের বা বেয়াই বাড়ী বা জামাই বাড়ীর জন্য উপহার হিসাবে পাঠানো হয় বিভিন্ন খাদ্য দ্রব্য। তার মধ্যে- সাদা-গোলাপী চিনির আস্তরসহ রঙীন ছোলা, মুরুলী/মনচচ্ছড়ী/কোরমা, বাতাসা, কদমা, নিমকী, জিলাপী, আমিত্তি, বাদাম টানা, চনাচুর, খই অন্যতম। একটি মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে প্রান্তেই এই সব মেলা বসুক না কেন, সব মেলার খাবারের ধরণ গুলো কিন্তু একই রকমের।

ছবি: জয়মন্ডপ মেলা, সিংগাইর, মানিকগঞ্জ। তারিখ-২০.১২.২০১২ইং।