ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের অভ্যাস

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 28 Jan 2013, 10:53 AM
Updated : 28 Jan 2013, 10:53 AM

খুব ছোট বেলায় যখন মেলায় যেতাম তখন প্রতি বৎসর নতুন নতুন বেশ কয়েকটি রং বেরং এর ফ্রুটি মাটির ব্যাংক কিনতাম। সারা বৎসর মাটির ব্যাংক গুলোতে পয়সা জমিয়ে পরের বৎসর যখন ঘোড়া দৌড় / গরুর লড়াই বা গ্রামীন মেলা গুলো হতো তখন প্রয়োজন অনুসারে ব্যাংক গুলো ভেঙ্গে পয়সা বের করতাম আর নিজের শখের জিনিস গুলো কিনতাম। এই অভ্যাসটি আমাকে বাবা শিখিয়ে ছিলেন। এ ধরণের শিক্ষার কারণে ছোট বেলা থেকে যে কোন ব্যক্তির মধ্যে একটা সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠে। আমি এই অভ্যাসটি আমার বাচ্চাদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করছি। প্রতি বৎসর মেলা থেকে আমি তাদের রং বেরং এর ফ্রুটি মাটির ব্যাংক কিনে দিই। ফলে ধীরে ধীরে ওদের মধ্যেও সঞ্চয়ের একটি অভ্যাস গড়ে উঠছে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন বৃহত্তর সঞ্চয়ের জন্ম দেয়। এখনো সেই রং বেরং এর ফ্রুটি মাটির ব্যাংক বিভিন্ন মেলাতে গেলে পাওয়া যায়। নিশ্চয় আপনার মধ্যেও এই অভ্যাসটি আছে?