শাহবাগ প্রজন্ম চত্বরে ২য় প্রজন্ম বা নতুন প্রজন্ম!

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 9 Feb 2013, 10:56 AM
Updated : 9 Feb 2013, 10:56 AM

" নতুন প্রজন্মের সমাজ ও দেশ সচেতন ব্লগারদের আহবানে ঢাকার অতিপরিচিত শাহাবাগ মোড় এখন ইতিহাসের পাতায় "শাহাবাগ প্রজন্ম চত্বর" হিসাবে নাম লিখিয়েছে। দীর্ঘ ৪২ বৎসর পরও বাংলার মানুষ রাজাকার যুদ্ধাপরাধীদের নৃশংসতার কথা ভুলে যায় নি। আর ভুলে যায় নি বলে প্রচলিত বিচার ব্যবস্থায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার উপযুক্ত শাস্তি না হওয়াতে সর্বস্তরের জনগণ আবারও পথে নেমেছে। সোচ্চার হয়েছে এই যুদ্ধাপরাধীর একমাত্র উপযুক্ত বিচার ফাঁসির দাবীতে। আর এই দাবীকে গণমানুষের প্রাণের দাবীতে পরিনত করতে সর্বপ্রথম এগিয়ে এসেছেন ব্লগাররা। আজ এই দাবী শুধু ব্লগারদের নয়, দেশের সর্বস্তরের এবং সব শ্রেণী পেশার মানুষের। এছাড়া এই গণজাগরণে শামিল হয়েছে মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্মের সাথে…২য় প্রজন্মের শিশুরাও। যাদের বয়স এখন ১ থেকে ১৫ বছর। ছবিতে এমন দুই শিশুকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচারের দাবীতে গণসাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।"
ছবির স্থান : শাহবাগ প্রজন্ম চত্বর, তারিখ: ০৯/০২/১৩ইং