সরকারী ও বিরোধী দলের যাঁতাকলে জনগণ

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 9 July 2011, 08:45 AM
Updated : 9 July 2011, 08:45 AM

সরকারী দলের চাপিয়ে দেওয়া নীতি ও বিরোধী দলের আপোষহীন ভূমিকা দুটোই জনগণের কোন কল্যাণে আসবে না বা আসছে না। মাঝখানে জনগণ হরতালের নামে জনদূর্ভোগ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও প্রতিনিয়ত জীবণের নিরপত্তা নিয়ে শঙ্কিত হয়ে জীবন যাপন করছে। যারা ক্ষমতার রশি টানাটানি নিয়ে ব্যস্ত, তারা কি একবারও জনগণের কথা ভাবেন? দিনের পর দিন হরতাল, জনজীবন স্তদ্ধ করে দিয়ে যে দলটিই সরকারী আসনে আসীন হউক না কেন..তাদের ভূমিকা তো সেই একই হয়। ১/১১ এর পরও যদি রাজনৈতিক দল গুলোর এই উপলদ্ধি না আসে…তারা যা করছে তার নাম গনতন্ত্র নয়। কেন আবারও সেই একই ঘটনার পূনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা, যা এখন ঘটছে? আর কত দিন আমরা এই ভাবে আম-জনতা রাজনৈতিক দল গুলোর ক্ষমতা লোভের কাছে জিম্মি হয়ে থাকবো, কত দিন? সরকারী দলের দমন নিপিড়ণের রোলার আর বিরোধী দল গুলোর হরতাল নামক দা-বটির চিপা থেকে কবে আম-জনতা জ্বলে উঠবে আপন উজ্জ্বলতায়? আর কত দিন অপেক্ষা করতে হবে সেই দিনটির জন্য?