শখের ফটোগ্রাফি: সওদার উদ্দেশ্যে সোনালী আঁশ

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 3 August 2011, 01:27 PM
Updated : 3 August 2011, 01:27 PM

ছবিটি যেখানে তুলেছি: রামকান্তপুর গ্রাম, সিংগাইর, মানিকগঞ্জ। তারিখ: ১৫/০৮/২০০৯ইং, সময়: বেলা ১২:২০ মিনিট। রামকান্তপুর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের কৃতি সন্তান বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান বা খান আতা নামে যিনি বেশী পরিচিত এবং তাঁর সুযোগ্য সন্তান নতুন প্রজন্মের গায়ক "আগুনের" গ্রামের বাড়ী। গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গেছে, যে নদীটি শিবপুর গ্রাম এবং রামকান্তপুর গ্রামকে দুভাগে ভাগ করেছে। এই গ্রামে এখনো সোনালী আঁশ নামে খ্যাত পাটের অল্প বিস্তর চাষ হয়। চাষীরা অন্য ফসলের পাশাপাশি অল্প কিছু জমিতে পাটের চাষ করেন। তারপর যখন সংসারে খরচের প্রয়োজন পড়ে তখন অল্প অল্প করে গ্রামের বাজারে বিক্রি করে দৈনন্দিন সাংসারিক খরচা মিটিয়ে থাকে। বলা যায় "গিভ এন্ড টেইক" পদ্ধতিতে এই পাটের গাঁটগুলো বিক্রি হয়। অর্থাৎ ২/১ টি পাটের গাঁট বিক্রি করে সংসারের প্রয়োজনীয় অন্য বাজার সওদা করে তারা বাড়ী ফিরেন। তেমনি এক গ্রামীন পাট চাষী নৌকায় করে কিছু পাট নিয়ে গঞ্জে বিক্রি করতে চললেন।