সরকারী অফিসের ফাইল ব্যবস্থাপনার নমুনা!

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 1 Oct 2011, 02:03 PM
Updated : 1 Oct 2011, 02:03 PM

ছবির লোকেশন: পল্টন এলাকা, ঢাকা। তারিখ: ২৯/০৯/২০১১ইং, সময়: দুপুর ১২:২০ মিনিট। ছবিটি আইফোনে তোলা।

আমাদের দেশে সরকারী অফিসের ফাইল ব্যবস্থাপনার সিস্টেমটি সাধারণত সব অফিসে একই রকমের দেখা যায়। আমার মনে হয় ফাইল ব্যবস্থাপনা যে কি তা দেখার জন্য যদি সরকারী অফিসের কমকর্তারা কখনো কোন প্রাইভেট কোম্পানীতে ঢুকে তাহলে প্রথমেই তাঁরা টাসকি খাবেন। হয়ত মনের অজান্তে বলেও উঠবেন ওয়াও! আপনি সরকারী কোন অফিসের অফিসারের কাছে গেলে দেখবেন তিনি যেন তাঁর চারপাশের ফাইলের মধ্য চাপা পড়ে আছেন। তাঁর ডানে ফাইল, বামে ফাইল, পিছনে ফাইল আর টেবিলেও ফাইলের স্তুপ। তারপরও তিনি আপনাকে ফাইলের ফোকর দিয়ে যথাসাধ্য উঁকি দিয়ে দেখছেন এবং সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার আ…??? চেষ্টা করছেন। অবশ্য এতে আপনি আপনার কাজ আদায়ে সময় বা দিনের হিসেব কষে লাভ নেই। আপনার কাজটি যে কোন উপায়ে যথাসময়ে শেষ হলেই মনে করবেন আপনি মহা ভাগ্যবান। চারদিকে ফাইলের স্তুপ দেখে দম বন্ধ হওয়া এমন একটি পরিবেশের চিত্র এটি। জানিনা আপনি এই অভিজ্ঞতায় অভিজ্ঞ কিনা। তবে বলে রাখি সব অভিজ্ঞতাই কিন্তু ভাল না।