ঢাকায় অফিস সময়ের নিত্য যানজট…

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 12 Oct 2011, 02:01 PM
Updated : 12 Oct 2011, 02:01 PM

ছবির লোকেশন: কাকলী, বনানী, ঢাকা। তারিখ: ১০/১০/২০১১ইং, সময়: সকাল ৯:০০ মিনিট। ছবিটি আইফোনে তোলা। এটি ঢাকা শহরের সকালের অফিস সময়ের নিত্য যানজটের একটি সাধারণ চিত্র। প্রতিদিন এমন অসংখ্য যানজট পেরিয়ে সবাইকে অফিসে ঠিক সময়ে হাজিরা দিতে হয় এবং অফিস শেষে বাসায় ফিরতে হয়। মাঝখানে এই যানজটের কারনেই প্রতিটি মানুষের অযথা মূল্যবান সময় ব্যয় হয়ে যায় ৩ থেকে ৪টি কর্মঘন্টা। এলিভেটেড এক্সপ্রেস, পাতাল রেলের গাল ভরা গল্প শুনতে শুনতেই কেটে গেল ৩টি বৎসর, কিন্তু কাজের কাজে কিছুই হয়নি। কবে এই যন্ত্রনার কবল থেকে আমরা ঢাকাবাসি মুক্তি পাবো তারও কোন নিশ্চয়তা নেই।