খড়ের গাদায় শৈশবের আড্ডা

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 22 Oct 2011, 01:59 PM
Updated : 22 Oct 2011, 01:59 PM

ছবির লোকেশন: রসুলপুর,সিঙ্গাইর,মানিকগঞ্জ। তারিখ: ২৭/১২/২০০৮ইং, সময়: দুপুর ১২:৪০ মিনিট।

গ্রামে হেমন্তের শেষে শীতের শুরুতে যখন ধান কাটা শেষ হয়ে যায় বা ধান যখন মাড়াতে থাকে তখন যেখানে সেখানে দেখা মিলে এমন সব খড়ের স্তুপ। আর সেই সময়ে খেলার ফাঁকে ফাঁকে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা সাথী বা বন্ধুদের নিয়ে জম্পেস আড্ডা জমিয়ে তোলে এই সব খড়ের গাদায় বসে। তেমন একটি স্মৃতি জাগানিয়া ছবি এটি। আপনার কি মনে পড়ে এমন কোন স্মৃতি?