::১৪ ব্লগারের গল্প সংকলন “অবন্তি”র মোড়ক উন্মোচিত::

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 14 Feb 2012, 10:31 AM
Updated : 14 Feb 2012, 10:31 AM


আজ ১লা ফাল্গুন ১৪১৮। বসন্তের প্রথম দিন। একুশে বই মেলায় ব্লগারদের গল্প সংকলন "অবন্তি"র মোড়ক উন্মোচিত হয়েছে। ভিন্ন ভিন্ন স্বাদের ১৪টি গল্পের সমন্বয়ে ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হলো ব্লগারদের গল্প সংকলন "অবন্তি"। এত ১৪ জন ব্লগারের চৌদ্দটি গল্প স্থান পেয়েছে। এই বইটি পাওয়া যাবে "ভাষাচিত্র" প্রকাশনীর স্টল নং ২০৩ এবং ২০৪ তে। বইয়ের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। সম্পাদনা করেছেন এস.এম.পাশা।

"অবন্তি" গল্প সংকলনে যে সব ব্লগার লেখকের গল্প রয়েছে তা হলো-
১। কালের বির্বতন– জ.ই.মানিক।
২। হৃদিতা ও তার বাবা– ফারহানা নুশরাত।
৩। আংটি– মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী।
৪। দুটি গল্প– ইশতিয়াক ইসলাম খান।
৫। দুটো খুন এবং কিছু দুঃস্বপ্ন– রেজওয়ান তানিম।
৬। চোখের আঙ্গিনায় চোখ পড়ে রয়– সকাল রয়।
৭। নিষাদের অর্ধ দিবস – কৃষ্ণ কুমার গুপ্ত।
৮। শৈশবের বৃষ্টি ও বর্ষা কাহন– জেড.এইচ. সৈকত।
৯। একটা গল্প লিখতে চাই– তাসনিম মাহমুদ।
১০। বোনের জন্য ভালবাসা বা একটি হারানো গল্প– অনবদ্য অনিন্দ্য।
১১। জলপরী-ফাতেমা প্রমি।
১২। অবন্তী – নীলসাধু।
১৩। কম বয়সী যুবা, আলোকচিত্রী এবং মিথীলা– কবির য়াহমদ।
১৪। পোট্রেট, অন্ধকারে মানুষের মুখ -এস.এম.পাশা।