কক্সবাজার সি-বিচের নতুন রূপ এবং…

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 27 Feb 2012, 02:20 PM
Updated : 27 Feb 2012, 02:20 PM

:: কক্সবাজার সী-বীচের নতুন রুপ এবং…::

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার তার প্রাকৃতিক সৌন্দয্য হারিয়ে দিনে দিনে ইট পাথরের আধুনিক নগরে পরিনিত হতে যাচ্ছে। বিভিন্ন ডেভলপার কোম্পানীর লোভনীয় অফার ও এক্সট্রা আয়ের উৎস হিসাবে ফাইভ-ষ্টার হোটেলের তকমা লাগিয়ে দেদারসে বিক্রি করা হচ্ছে ১০ বাই ১০ অথবা ১২ বাই ১২ এই ধরনের খুপড়ি মার্কা ইট-পাথরের খাচা বা হোটেল রুম। জানিনা এসব সু-উচ্চ বিল্ডিং গুলো কতটা ইমারত নিমার্ণ আইন মেনে বানানো হচ্ছে বা নিমার্ণ সামগ্রীর মান বজায় রাখছে। এই প্রতিযোগীর শেষ বা পরিনিতী কি তাও জানা নেই বর্তমান পরিস্থিতিতে। তবে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী বাড়ানো উচিত এমন ভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা নামসর্বস্ব ফাইভ-ষ্টার হোটেল গুলোর প্রতি।

ছবির লোকেশান: কলাতলী সী-বীচ, কক্সবাজার। তারিখ:- ২৭/০১/২০১২ইং সময়: বিকাল ০৪:৩৫ মিঃ