আজ অপরিচিত এক ঢাকায়

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 11 March 2012, 09:56 AM
Updated : 11 March 2012, 09:56 AM

আজ সকাল থেকে বেশ কয়েকটি ব্যক্তিগত কাজে ঢাকার কাকরাইল, মালিবাগ, শাহবাগ ও বনানীতে ঘুরতে হলো। সকাল ৮টায় বের হয়ে প্রথমেই গাড়ী না পাওয়ার সমস্যায় পড়লাম। ট্রেক্সি ক্যাব বা সি.এন্ড.জি অটো রিক্সার করদ আজ ঢাকা শহরে আকাশচুম্বী। রাস্তায় স্বাভাবিক বাস চলাচল না করাতে অফিসগামী মানুষের ভোগান্তির শেষ নেই। এ যেন অঘোষিত এক হরতাল।১০০ টাকার ভাড়া ৩০০ টাকা হাঁকতে কোন দ্বিধা নেই যেন এই সব ট্রেক্সি ক্যাব বা সি.এন্ড.জি অটো রিক্সার ড্রাইভারদের। ১২ তারিখের ডাকা সমাবেশ নিয়ে সরকারী দলের অতিসতর্কতা ও বিরোধী দলের অতি তৎপরতা ঢাকা শহরকে একটি থমথমে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। আর এর নেতিবাচক ফলাফল ভোগ করছে ঢাকা শহরের সাধারণ জনগণ। ক্ষমতাসীন বা বিরোধী দল জনগণ নিয়ে কতটুকু ভাবেন তা সব সময় প্রশ্ন সাপেক্ষ। আজ বা আগামী কালও এর ব্যতিক্রম নয়। প্রকৃত গণতন্ত্রের সুবিধা যে এদেশের মানুষ কবে নাগাদ ভোগ করতে পারবে এই প্রশ্ন শুধু মনের মধ্যই ঘুরপাক খাবে প্রতিনিয়ত।
ছবির লোকেশান: কাকলী মোড়, বনানী। তারিখ:- ১১/০৩/২০১২ইং সময়: দুপুর ০২:৪৫ মিঃ