অগ্রগতি সঙ্গীত একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 31 March 2012, 01:49 PM
Updated : 31 March 2012, 01:49 PM

গতকাল ৩১শে মার্চ'২০১২ইং আগারগাঁও তালতলা সরকারী কলোনীস্থ "অগ্রগতি সঙ্গীত একাডেমী"র উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, এতে একাডেমীর বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কয়েক হাজার দর্শকের সামনে একাডেমীর ছাত্রছাত্রীরা ছড়া গান, একক গান, দ্বৈত গান, দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। ২০০৮ সালে সঙ্গীতপ্রেমী দুজন শিক্ষক জনাব মন্জুরুল কাদির ও জনাব নজরুল ইসলাম তাঁদের একক আন্তরিক প্রচেষ্টায় গড়ে তুলেন এই "অগ্রগতি সঙ্গীত একাডেমী"টি। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক অগ্রগতি মূলক এই সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হলো। এতে একাডেমীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সুদ্বিপ্তা, শুভ, চৌধুরী সাদনান ইশতিয়াক ইশতি, চৌধুরী তাহাসীন তারান্নুম লাবণ্য, অমিত, ইফাজ, মৌ, স্বর্ণা, নাফিজা, লোপাসহ আরো অনেকে খুব সুন্দর দলীয় সঙ্গীত, একক গান ও নাচ পরিবেশন করেন।