বৃষ্টি হলেই মরণ ফাঁদে পরিণত হয় যশোর-বেনাপোল মহাসড়ক

ইমামুল হুসাইন ইমন
Published : 22 July 2012, 10:25 AM
Updated : 22 July 2012, 10:25 AM

সামান্য এক পশলা বৃষ্টি হলেই মরণ ফাঁদে পরিণত হয় যশোর-বেনাপোল মহাসড়ক। যশোর-বেনাপোল মহাসড়কের দৈন্য দশার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি হলেই শোনা যায় সড়ক দুর্ঘটনার কথা। যেমন- গতকালকে মটবাড়ি নামক স্থানে বাস খাদে পড়েছে। আজ সকালে ঝিকরগাছা বাজারে দুর্ঘটনা ঘটেছে দুই জায়গায়। বৃষ্টি ছাড়াও এইরকম ঘটনা অহরহ ঘটে থাকে এই সড়কে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এই সড়ককে আখ্যা দেওয়া হয়। প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য বাংলাদেশে প্রবেশ করে এই সড়ক দিয়ে। কিন্তু বাংলাদেশ সরকার এই সড়কের দিকে মোটেও চোখ তুলে তাকাচ্ছেন না। অনেক স্থানে রাস্তার মাঝে বড় বড় পুকুরের সৃষ্টি হয়েছে।