মা আমায় ক্ষমা করো

ইমামুল হুসাইন ইমন
Published : 8 May 2016, 05:40 PM
Updated : 8 May 2016, 05:40 PM

মাকে অনেক ভালোবাসি। প্রতিটি সন্তানই মাকে ভালবাসার শীর্ষস্থানে রাখে। আমিও ব্যতিক্রম নয়।তারপরও চলার পথে অনেক বড় ভুল করে ফেলি। কখনো কখনো মায়ের সাথে কড়া মেজাজে কথা বলি। রান্না খারাপ হলে বকাঝকা করি। পরে বুঝতে পারি অন্যায় করেছি, চরম অন্যায় করেছি। কিন্তু এখনো পর্যন্ত মায়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারিনি। বাবা চলে গেছে 11 মাস মতো হয়েছে। চলার পথের ভুলের ক্ষমা বাবার কাছেও চাইতে পারিনি। এখন বড় অপরাধী লাগে। মাঝে মাঝে চিন্তা করি, মায়ের হাতখানা জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। কিন্তু সময়  স্রোতের সাথে তাল মিলাতে গিয়ে সাহস করে এই সময়টুকু বের করতে পারিনা।

এই সব কিছুর জন্যে "মা" আমায় ক্ষমা করো। যদি অজান্তে তোমার মনে দুঃখ দিয়ে থাকি। যদি আমার জন্যে তোমার চোখের জল ঝরে থাকে তার জন্যে আমি অনুতপ্ত। মা আমায় তুমি ক্ষমা করো মা।