ঘর থেকে বের হয়ে আসুন

ইমন সারওয়ার
Published : 8 Feb 2013, 05:48 PM
Updated : 8 Feb 2013, 05:48 PM

যারা বাসায় টিভি সেটের সামনে বসে শাহবাগের সমাবেশের লাইভ টেলিকাস্ট দেখছেন, ভাববেন না যে আপনাদের দেশপ্রেমে ঘাটতি আছে। শুধু একবার নিজ নিজ কমফোর্ট জোন থেকে বের হয়ে আগামীকাল কিছু সময়ের জন্য হলেও শাহবাগ থেকে ঘুরে আসুন। হাজার মানুষের প্রাণের দাবির সাথে একটিবারের জন্য হলেও একাত্মতা প্রকাশ করে, চিত্কার করে বলে আসুন 'রাজাকারের ফাঁসি চাই' 'কাদের মোল্লার ফাঁসি চাই'। শুধু একটি বার চিত্কার করে নিজের বিবেক আর অস্তিত্বের কাছে নিজের দায়বদ্ধতা স্বীকার করুন; বাঙালি হিসাবে নিজেকে দায়মুক্ত করুন। ৪০টি বছর কেটে গেলো। ত্রিশ লক্ষ শাহিদের রক্তের ঋণের বোঝা আপনার আমার কাঁধে। সে বোঝা আরো ভারী হয়েছে রাজাকার, আলবদর, বেইমানদের গাড়িতে জাতীয় পতাকা উড়ানোর ফলে। বড্ড মায়া হত ওই রক্ত ঋণে কেনা পতাকাটার জন্য। ওর যদি প্রাণ থাকত, মরমে মরে যেত ওই পতাকাটা। এসব আমরা নিরবে সয্য করেছি; মেনে নিয়েছি নিয়তির অমোঘ বিধান হিসাবে। চার চারটি যুগ পার করে আমরা আমাদের কাঙ্খিত সুযোগটি পেয়েছি। লোভী রাজনীতিক আর মৌলবাদীদের রক্তচক্ষুর ভয়ে এই সুযোগটাকে চলে যেতে দিবেন না। অসংখ্য ধর্ষিত মা বনের দীর্ঘশ্বাস আর লাখো শহিদদের আশাভঙ্গের অভিশাপ যাতে এই জাতিকে তাড়া না করে; পরবর্তী প্রজন্ম যাতে আপনাকে আপনার নির্লিপ্ততার জন্য অশ্রদ্ধা না করে; ঘর থেকে বের হয়ে আসুন।