স্মৃতি তুমি বেদনা

গাজী ইমরান আল আমিন
Published : 12 Feb 2015, 09:25 PM
Updated : 12 Feb 2015, 09:25 PM

হ্যালো ব্রাদার, এই স্বাধীন দেশে কয়টা বাজে?
আমি চমকে তাকিয়ে লোকটাকে দেখি, অতি সাধারন একজন লোক, কৌতুক করার মতো না,
আমি ভুরু কুচকে বললাম , এতো ভনিতা করার কি আছে সরাসরি বললেই হয় কটা বাজে, মজা নিছেন কেন?
সে অতি সাধারান চেহারা করে বলে, না ভাই নিজেকে মনে করিয়ে দেই, বার বার ভুলে যাই, এখনো অন্য দেশের সাথে আংটা বাজিয়ে আছি না ১০০% ভাগ স্বাধীন আমরা, সরি ১০০% ভাগ বলতে বাধ্য হলাম, মানে বাংগালী আবার সব কিছুতে শতাংশ খুজে বেরায়, হালাল ও ১০০% ভাগ বলতে হয়, হালাল তো হালাল ওটা আবার অংক করে দেখানোর কি আছে বলেন তো ?
আমি একটু বিব্রত …
সে আপন মনে বলে গেলো : যেমন, ওনার ১০০% ঈমান আছে, শুনলেই তো মেজাজ খারাপ হয়ে যায়।
আমি বললাম আরে বড়ভাই , ক্লাইমেক্স একটু ছোট করেন , নাটক কেন করছেন, ঝেড়ে কাসুন ?
লোকটা আবার গল্পের জোয়ার থেকে ব্রেক করে আগের প্রসংগে আসলো,
জি ভাই, মনে করিয়ে দেই নিজেকে,, যেমন আপনাকে উধাহরন দিয়ে বুঝিয়ে দিছি, ধরেন, সন্ধ্যা ৬টার পর ভারী যানবাহন ( ট্রাক , দুরপাল্লার বাস) আর আমজনতা বের হতে পারবে, কেমন একটা কার্ফু কার্ফু অনুভুতি পাই, তাই কথার ফাকে যোগ করে দেয় , এই স্বাধীন দেশে ছয়টার পর বাসা থেকে বের হবো।
আবার ধরেন, দেশের নাম নেয়ার সময় পুরা নাম নেই, মানে গনপ্রজাতন্তী বাংলাদেশ,, না হলে আবার ছোট্ট ভুল হয়ে যেতে পারে,,
ভাই অনেক কথা বললাম , বাক স্বাধীনতা বলে স্বাধীন দেশের সংবিধানে আছে , ওখানেও ভয় আমি জানি লিখা আছে, ওরা জানে তো? না হলেই মরসি, একদম চোদ্দশিকের ব্যাকগ্রাউন্ডে।
বাক স্বাধীনতা একটু বেঁকে গিয়েছে .. দেখি সোজা করা যায় কি না ভালো ছিলাম সেটা পুরনো স্মৃতিতে ঝাপসা ঝাপসা
তাই বলি স্মৃতি তুমি বেদনা …