শেষ হইয়াও হইলনা শেষ (ধন্যবাদ ভারতীয় ক্রিকেট)

গাজী ইমরান আল আমিন
Published : 24 March 2015, 07:42 PM
Updated : 24 March 2015, 07:42 PM

শেখার কোন শেষ নেই অথবা বয়স নেই । মনের থেকে ধন্যবাদ বেরিয়ে আসছে । প্রতিবেশির কাজ করে দিল আমাদের প্রতিবেশি দেশ। আমরা হেরে বুক ফুলিয়ে দেশে ফিরলাম, চোখে মুখে বীরের রশ্মি । অপর দিকে চোরের মতো বিজয়ী ভারত ক্রিকেট দল নিজ ঘরে বনবাসে ।

চোরের দশদিন আর গ্রেহস্তের একদিন আবার প্রমান হলো। এখন খেল দাদারা যতই ভাল খেল কপালে কালিমা সাবান দিয়া ধুয়ে যাবে না।

আমার কাছে ২২ শে মার্চ ওয়াল্ডকাপ শেষ কারন ঐদিন বাংলাদেশ ক্রিকেট টিম দেশে ফিরে এসেছে । তারপরও বিদেশি কোন টিমকে বাংলাদেশ না থাকলে সাপোর্ট করতেই পারি ( ভারত ব্যতিত) । মজাটা লাগছে এই ভেবে যখন ভারত চুরি বিদ্যা ধরা খাওয়ার পর মাঠে তাদের কোন চেহারা নিয়ে নামে। কারন চোর ততক্ষন চোর না যতক্ষন না পর্যন্ত সে ধরা পরছে ।
এবারের বিশ্বকাপটা ভারতের জন্য তাই রবিন্দ্রনাথের একটি লাইনে আটকে গেলো ।।

এখন ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ানও হয় , রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো 'শেষ হইয়াও হইলনা শেষ'।