যে দেশে প্রায়ই কালরাত্রি ভর করে

গাজী ইমরান আল আমিন
Published : 26 March 2015, 08:41 AM
Updated : 26 March 2015, 08:41 AM

১৯৭১ এর ২৫শে মার্চ, ভয়াল রাত্রি, কিন্তু ওখানেই সব শেষ হলো না। এই কাল রাত্রি প্রায় আসে ঘুরে ঘুরে হয়তো শুরুটা ছিল অনেক বড় ভাবে কিন্ত তার রেষ এখনো ধুমকেতুর মতো ঘুরে ঘুরে আসে। হয়তো সেই সময় একযোগে সারাদেশে তান্ডব হয়েছিল, এখন কিছু মানুশের উপর তা নেমে আসে। দিন রাত্রি দেখে না ভাল মন্দ বোঝে না।

রাতের পরে দিন আসে কিন্তু এদেশে রাতের পর আরো ভয়াবহ রাত্রি নামে, কাল থেকে আরো ঘন কাল রুপ ধারন করে। সামরিক বাহীনি নিরস্রভাবে মারা পরে, সাংবাদিক দম্পতি বন্ধ ঘরে মারা পরে, কিছু মানুশ করপুরের মতো বাতাসে মিলিয়ে যায়। কারো ইছেতে দিনের পর দিন ভীত সন্ত্রস্ত হয়ে নিজ দেশে যাতায়েত করি। ২৬শে মার্চে আধা ভিত মনে পরাধীনতার শেকল ভাংগার আনন্দে মেতে উঠি। কাল রাত্রির অন্ধকার দুর করে কেউ আসে না আশার লন্ঠন হাতে, তাই বাস করি কাল রাত্রির দেশে দিনের পর দিন।