পরীক্ষার আগের রাতে পড়ে প্রথম হওয়া যায় না

গাজী ইমরান আল আমিন
Published : 26 April 2015, 06:42 PM
Updated : 26 April 2015, 06:42 PM

গত এক মাস ধরে আসন্ন নির্বাচন ঘিরে হই হই রব সমস্ত দেশ জুড়ে। নির্বাচন যত কাছে আসছে প্রাথিদের কার্যকলাপ ততই গতি পাচ্ছে ।কেউ ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছে আর কেউ মসজিদে টুপি মাথায় জামাতে সকলের আগে দাঁড়িয়ে মুসুল্লিদের মন জয় করছে। একটা ব্যপার অনেক কমন সেটা হছে, মহল্লা, বাজার, অলিগলিতে কপালের মাঝখানে হাত রেখে সকলকে খাড়া সালাম!
আমার কথা হছে ভাই থামেন! আপনে তো জানেন আপনি নির্বাচন করবেন, তাহলে অন্তত একটা বছর এই সব সৃজনশীল কাজে নিজেকে উৎসর্গ করলেন না কেন?  নাকি হটাৎ সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলেন 'নির্বাচন করি' পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টুনে পাস মার্ক নেয়া যায় যদি আপনি ভাল ছাত্র হন । কিন্তু পরীক্ষায় প্রথম হতে হলে সারা বছর পড়াশুনা করতে হয়।
টিভিতে প্রতিবেদন দেখলাম , সাধারান মানুষেরা নাকি আপনাদের টিভিতে আর পোস্টারে দেখেছে সাক্ষাতে দেখার সুযোগ এখনও পায়নি । নির্লিপ্ত জনগনের কাছে এই নির্বাচন হছে সরকারী ছুটির দিন তবে ভোট দিতে যেতে হতেও পারে!