তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তবে কি জনতা আজ মা, মাটি ও স্বাধীনতা রক্ষার শক্তি?

এম. হামিদুজ্জামান সুমন
Published : 1 July 2011, 06:37 PM
Updated : 1 July 2011, 06:37 PM

জনতার প্রবল প্রতিরোধের মুখে তামাবিলে ৩ একর জমি হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শনিবার [১৮ /০৬ /১১] সকাল ১১ টায় ভারতের কাছে এ জমি হস্তান্তরের কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, শনিবার সকাল থেকেই স্থানীয় বাংলাদেশিরা গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে জরিপ দলকে ঘিরে ফেলে। সেই সঙ্গে তারা তামাবিল সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এক পর্যায়ে ঘণ্টাখানেক পর জনতার প্রবল প্রতিরোধের মুখে জরিপ ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন জরিপকারী দল। এর আগে তামাবিল সীমান্তের ১২৭৫ নং পিলারের ১ এস থেকে ৭ এস পিলার পর্যন্ত ৩ একর মূল্যবান জমি বাংলাদেশ ছেড়ে দিচ্ছে এমন একটি খবর নিশ্চিত করে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ জরিপ দলের সদস্যরা। এ খবরে বিচলিত স্থানীয় প্রায় পাঁচ ৬শ' মানুষ দুপুর দেড়টা পর্যন্ত সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। মোবাইল ফোনে বিক্ষোভকারীদের একজন জানান, যে কোনও মূল্যে তারা বাংলাদেশের ভূখণ্ড বাঁচিয়ে রাখবে। তিনি আবেগাক্রান্ত কণ্ঠে বলেন, 'প্রয়োজনে জান দেব। তবু সীমান্তের এক ইঞ্চি মাটিও ভারতকে দেওয়া যাবে না।' এ ব্যাপারে জরিপ দলের প্রধান কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঙ্গে গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই মিডিয়ায় কোনও কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, 'সময়মতো এ ব্যাপারে জানানো হবে।' তারা স্বাধীনতার সপক্ষের শক্তি, তবে কি জনতা আজ মা, মাটি ও স্বাধীনতা রক্ষার শক্তি? আপনার বিবেক কী বলে?