রাজধানীর বাসাগুলোতে বর্ধিত ভাড়া

এম. হামিদুজ্জামান সুমন
Published : 3 July 2011, 02:24 PM
Updated : 3 July 2011, 02:24 PM

সর্ব অঙ্গে ব্যাথা ওষুধ দিবো কোথায়, রাজপথ থেকে ঘরের চৌকাঠ পর্যন্ত শুধু অনিয়ম ও অস্থিরতা। কোথাও যেন এক পশলা শান্তি নেই, নেই দেখার কেউও। অনিয়ম চলছে রাজধানীর বাসাগুলোর ভাড়া নির্ধারণে। যেমনি চলছে অনিয়ম রাজধানীর বাসাগুলোর ভাড়া নির্ধারণে, তেমনি মানা হচ্ছে না রাজউক নির্ধারিত ভাড়াও। রাজউক এর নিয়ম মাফিক মূল রাস্তার পাশে অবস্থিত বাসাগুলোর প্রতি বর্গ ফিটের সম্ভাব্য ভাড়া মাত্র ৬.০০ টাকা। কিন্তু তা মানা হচ্ছে না রাজধানীর কোন স্থানে বরং দুই থেকে তিন গুণ পর্যন্ত বর্ধিত ভাড়া গুণতে হচ্ছে ভাড়াটিয়াদের। এ অনিয়ম যেন দেখার কেউ নেই। রাজউকও নির্বিকার, নেই কোন পদক্ষেপ। সকলে আজ শুধু ছোট চোরদের নিয়ে ব্যাস্ত কিন্তু পুকুর চোরদের নিয়ে কেউ ঘাটায় না। নগরবাসী এ সমস্যার আশু সমাধান চান।