যেন এ ব্যাথার শেষ নাই

এম. হামিদুজ্জামান সুমন
Published : 14 July 2011, 01:29 PM
Updated : 14 July 2011, 01:29 PM

যেন এ ব্যাথার শেষ নাই। এক দুর্নিবার অসহ্য ব্যাথায় কাতর সারা নগরবাসী। অসহ্য গরমে গাড়ির স্বল্পতায় ও যানজটে অস্থির আজ ঢাকাবাসী। গরুর গাড়ী আর ইঞ্জিনের গাড়ী একি তো নয় কিন্তু দুটোই আজ যেন এক। সীমাহীন দূর্নীতি, রাজনীতি ও অনৈতিক চর্চায় ভরা অফিস গুলো। পানি নেই গ্যাস নেই বিদ্যুত নেই, শুধু নেই আর নেই। এত নেই এর মাঝে আছে শুধু আইনের লংঘন অনাচার অবিচার পাপাচার জুলুম আর অপরাধ; আছে লাগামহীন পরকীয়া, ব্যভিচার, পোষাকের নগ্নতা। এমনি হাজারো ব্যাথার কাতরতা নিয়ে বেচে আছে এ নগরের প্রতিটি নাগরিক, কিন্তু নেই শুধু প্রতিকার, প্রতিবাদ আর প্রতিরোধ। তাই নাগরিকরা আজ কঠিন এক ব্যাথায় ব্যথিত- যেন এ ব্যাথার শেষ নাই।