ইসলাম ও বাংলাদেশের মাঝে রয়েছে নিবিরতর একাত্বতা

এম. হামিদুজ্জামান সুমন
Published : 17 Sept 2011, 08:57 AM
Updated : 17 Sept 2011, 08:57 AM

বিভিন্ন ভাবে ইসলাম ও বাংলাদেশের মাঝে রয়েছে নিবিরতর একত্বতা। ইসলামে হজ্বের পরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ্ বিশ্ব মিলনমেলা হচ্ছে বিশ্ব ইস্তেমা, বরাবরের মত যাঁর আযোজক সবুজদেশ বাংলাদেশ। প্রায় ৫০ উর্ধো মুসলিম দেশের মাঝে বাংলাদেশকে নির্বাচনে মহান আল্লাহ তায়ালা কবুল করেন। হয়তো বা রাব্বুল আলামিন আমাদের প্রান প্রিয় বাংলাদেশকে একটু বেশিই ভালোবাসেন।

একটি হাদিস বলছি; এটির প্রকৃত উৎস: ফেকা কেতাব (Silsilatul Ahaadith Assaheehatu Waddhayifah); মতভেদ থাকলেও অধিকাংশ আলেম কতৃক এটিকে সহহি হাদিস হিসাবে গণ্য করা হয়। তা নিম্নরুপ –

রাসূল (সাঃ) একদিন আসর নামাযের পর হঠাৎ পূর্ব দিকে চেয়ে খুশী হয়ে হাসলেন। সাহাবারা (রাঃ) জিজ্ঞাস করলেন তিনি কেন হাসলেন, জবাবে তিনি বললেন –

হিন্দের (ভারতের) পূর্বে একটি সবুজ দেশ (সম্ভবত বাংলাদেশ) থেকে ইসলাম পুনর্জীবন লাভ করবে।

অপর আর একট হদিস যা পূর্বেরটির সাথে কিছুটা মিল আছে (ঐ একই উৎস থেকে নেয়া), তা নিম্নরুপ-

রাসূল (সাঃ) একদিন আসর নামাযের পর হঠাৎ পূর্ব দিকে চেয়ে মৃদু ভাবে চোখ থেকে পানি ঝরছিলেন। সাহাবারা (রাঃ) জিজ্ঞাস করলেন তিনি কেন কাদছেন, জবাবে তিনি বললেন –

পূর্বের একটি সবুজ দেশে কিছু ব্যাক্তি আমার নাম স্বরন করে অঝোর নয়নে কাদবেন; তাদের এই কান্না দেখে আমার চোখেও পানি এসে গেল।

যাহোক সব মিলিয়ে এটাতো বলাই যায় যে, নিঃসন্ধেহে ইসলাম ও বাংলাদেশের মাঝে রয়েছে নিবিরতর একাত্বতা। এই সবুজ জমি হোকনা বিপ্লবী চেতনায় আরো একবার রক্তিম। এই সবুজ জমি থেকেই প্রতিস্ঠা পেতে শুরু করুক না ইসলামী সমাজ! নিপাক যাক চিরতরে ধর্ম হীন চেতনা।