ধর্ম মানুষকে মূল্যবান করে

এম. হামিদুজ্জামান সুমন
Published : 29 Sept 2011, 03:36 AM
Updated : 29 Sept 2011, 03:36 AM

ধর্ম বা সুনির্দিষ্ট বৈশিষ্ট ছাড়া কোন বস্তু ও ব্যাক্তি মূল্যবান বা সম্পদে পরিনত হতে পারে না। যেমন চৌম্বুকের দিক নির্দেশনা বৈশিষ্টের দরুন এই পর্দাথটি মূল্যবান হয়। সোনা অপেক্ষাকৃত কম বিক্রিয়াশীল এবং সহজে বৈশিষ্ট পরিবর্তিত হয় না, সে কারনে এটিও অনেক মূল্যবান ধাতুগুলোর একটি। হীরকের রয়েছে আলোক প্রতিসারন ক্ষমতা বা ধর্ম যে কারনে এটি অধিকতর উজ্জল দেখায়, মূল্যবান হয়ে ওঠে পদার্থটি।

এসকল বস্তুর ন্যায় মানুষও মূল্যবান হতে পারেনা সুনির্দিষ্ট ধর্ম ছাড়া। কিছু ধারনা একটি মানুষের সকল বৈশিষ্টগুলিকে পরিচালিত করে; চালনা করে মানুষের সকল আচার ব্যাবহার গুলিকে। মানুষটি কি রকম দৃষ্টিভঙ্গির হবেন তা নির্ভর করবে যে সে কি কি ধারনাগুলি অন্তরে লালন করেন তার উপর। এই ধারনা ও চিন্তাগুলো মানুষ আপনা থেকে লালন করেননা, বরং এই ধারনা ও চিন্তাগুলো মানুষকে অর্জন করে নিতে হয়। এখন দেখার বিষয় যে একজন ব্যাক্তি ঠিক কোন উৎস থেকে এই ধারনা ও চিন্তাগুলো অর্জন করতে চায় বা করে। যদি এই ধারনা ও চিন্তাগুলোর উৎস কোন ধর্ম থেকে হয় তবে তাতে যদি নৈতিকতার ছোয়া থাকে তবে সেই মানুষটি নৈতিকতার মূল্যে মূল্যবান তথা চরিএবান হয়ে উঠে। তাই সকলের ধর্ম লালন করে জীবন যাপন করা উচিত। মূল্যবান হওয়া উচিত।