উত্তর মেরুতে রক্তঝর্ণা!

পাহলোয়ান এরশাদ
Published : 30 April 2015, 08:23 PM
Updated : 30 April 2015, 08:23 PM

উত্তর মেরুর ড্রাই ভ্যালিতে রক্তের মত লাল বর্নের এক প্রকার লবণাক্ত পানি গ্লেসিয়ার ভেদ করে বের হতে দেখা গেছে । পৃথিবীর সবচেয়ে শুষ্ক এই জায়গায় এই ধরনে পানি প্রবাহে বিজ্ঞানীরা রীতিমত হতবাক হয়ে গেছেন। বিজ্ঞানীদের ধারনা এই রক্ত ঝর্ণা সম্ভবত কোন এক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি হয়েছে, কিন্তু এত ঠাণ্ডার মধ্যে কোন ব্যাকটেরিয়ার অস্তিত্ব থাকার কথা নয়। তবে একদল বিজ্ঞানী দাবি করেছেন, এই এলাকাটি প্রাচীন কালে অনেক লেক ছিল ওই সব লেকগুলোতে কোন এক সময় সমুদ্রের পানি ঢুকে পড়েছিল, তারপর ঐ সময় প্রচুর ব্যাকটেরিয়া জন্মে ছিল যা এত দিন বরফের নিচে আটকা পরেছিল। এই এলাকাটি সমুদ্র উপকূল হতে প্রায় ৪ কিলোমিটার দূরে, এ থেকে বিজ্ঞানীরা দাবি করছে এক সময় সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধির কারনে ঐ লেক গুলোতে সমুদ্রের পানি ঢুকেছিল। এই সব ফলাফল জানিয়েছে নেচার কমিউনিকেশন জার্নাল।