সচিবালয়ে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

মো: সাইদুজ্জামান ইভান
Published : 29 Jan 2013, 07:00 PM
Updated : 29 Jan 2013, 07:00 PM

খবর:জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার মুখে সচিবালয় ও সংলগ্ন এলাকায় অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ডেকে তিনি এ মনোভাব প্রকাশ করেন।

খবর:মন্ত্রিসভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সচিবালয়সংলগ্ন গুলিস্তান এলাকায় যখন সহিংসতা চলছিল, তখন মন্ত্রীরা বৈঠকে বসেই বিকট শব্দ শুনছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, তাঁরা প্রথম ভেবেছিলেন, কোথাও আগুন লেগেছে। পরে তাঁরা বৈঠকে বসেই জামায়াত-শিবিরের হামলার খবর পান।
সূত্র জানায়, এ ঘটনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠেন।

আমরা জানি যে ভালো শাসক হলে তার নিরাপত্তা জনগণ করে। কিনতু শেখ হাসিনা তার নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। নিজেকে নিয়ে উনি চিন্তা করেন, চকে নিয়ে চিন্তা করার সময় কোথায়। ভালো কাজ করেন, নিজের জন্য না জনগণের জন্য। তাহলে আপনার নিরাপত্তা জনগণ দিবে। যা করতেছেন তাতে জনগণ খেপে আছে।