আদালত অঙ্গনের পরিস্থিতি: উত্তরনের উপায় কী?

ফায়েজ ভূইয়া
Published : 6 August 2011, 06:43 AM
Updated : 6 August 2011, 06:43 AM


দেশের আদালত অঙ্গনে বর্তমানে যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে তা থেকে উত্তরনের উপায় নিয়ে কয়েকটি টিভি চ্যানেলে দুয়েকটি প্রতিবেদন প্রচার করা হয়েছে। তাতে পরিস্থিতি উত্তরনে আলোচনার কথা বলেছেন কেউ কেউ। উদ্ভূত পরিস্থিতির কারণে আদালতের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হবে বলে ড. শাহ দ্বীন মালিকসহ কযেকজন আইনজীবী আশংকা প্রকাশ করেছেন।

বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনীতিবিদদের গ্রেফতারসহ 'ক্যাঙ্গারো কোর্টে' বিচারের মধ্য দিয়ে আদালত পাড়া বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল। অবশ্য তার আগে ২০০৬ সালের ৩০ নভেম্বরও আদালতে ভাংচুরসহ বড়ধরনের ঘটনা ঘটে। সেই ধারা সেভাবে অব্যাহত না থাকলেও আদালত থেকে মানুষ এখন পর্যন্ত চোখ ফেরাতে পারেনি।

সর্বশেষ অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মনে হচ্ছে দেশের রাজনীতি এখন পুরোপুরিই আদালতে চলে গেছে। রাজনৈতিক বিষয়ে আদালতে যেভাবে রুল, মন্তব্য কিংবা আদেশ হচ্ছে এবং আইনজীবীদের হট্টগোল সবকিছুই নজিরবিহীন বলেই অনেকে বলছেন। ইতিপুর্বে রাজনৈতিক বিষয় আদালতে গেলে বেশীরভাগ ক্ষেত্রেই আদালত সেগুলো রাজনৈতিকভাবে মিমাংসার জন্য ফেরৎ পাঠাতেন-এমনটিই অভিজ্ঞজনদের কাছ থেকে শুনছি।

আসলে আমারা কেথায় যাচ্ছি? এ থেকে উত্তরনের উপায়ক কী?