বেপরোয়া বাড়ি ভাড়া ঠেকাতে সামাজিক আন্দোলন

ফায়েজ ভূইয়া
Published : 29 Jan 2012, 07:49 AM
Updated : 29 Jan 2012, 07:49 AM

বাড়ির মালিকরা অবশ্যই বাড়িভাড়া দিবেন, ভাড়া নেবেন। বাড়ি ভাড়া বাড়াবেনও। তবে তা অবশ্যই একটি নিয়মের মধ্যে এবং যৌক্তিক হতে হবে।

এজন্য একটি আইন আছে। কিন্তু আইনটির কোন প্রয়োগ নেই। ফলে রাজধানীতে বাড়ি মালিককরা ইচ্ছেমতো যখন তখন বাড়ি ভাড়া বাড়াচ্ছেন। এতে নির্যাতনের শিকার ভাড়াটিয়ারা।

এজন্য এর বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠছে। সমাজ কল্যাণ অধিদফতরের নিবন্ধন নিয়ে গঠিত হয়েছে- ঢাকা মহানগরী ভাড়াটিয়া কল্যাণ সমিতি। এই সমিতির কমিটি গঠিত হচ্ছে থানায় থানায়। শুক্র ও শনিবারে যথাক্রমে তেজগাঁও ও খিলগাঁও এ সমাবেশ হয়েছে।

আরো কয়েকটি সংগঠনের ব্যানারেও মানব বন্ধন পালিত হয়েছে। ক্যাবও এ ব্যাপারে বক্তব্য রেখে আসছে।

একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে এতে আপনার-আমার কিছু করনীয় থাকলে করি, করুন। উক্ত সমিতির সভাপিত স ম নুরু মিয়া। মোবাইল: ০১৯১৩৪৭৯৩৯৯