পত্রিকাওয়ালাদের মারামারি

হিমেল
Published : 15 Jan 2012, 03:41 AM
Updated : 15 Jan 2012, 03:41 AM

গতকাল চৌরাস্তায় পত্রিকার দোকান এ গিয়ে জিজ্ঞেস করলাম কোন পত্রিকা বেশি চলে। সে জানালো প্রথম আলো। প্রথম আলো পত্রিকা চালায় এক ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম গ্রুপ। আর কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দি ডেইলি সান চালায় আর এক ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আমরা হচ্ছি পাঠক। আমাদেরকেই বেছে নিতে হবে ভাল মন্দের ব্যাপার। এখন ভাল মন্দ আপনি কিভাবে বিচার করবেন? একটা জিনিস লক্ষ্য করার মত। ধরেন আজকে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় লিখল অমুক জায়গায় বসুন্ধরার প্রকল্প বন্ধ করে দিয়েছে রাজউক কোন একটা কারনে। তাহলে কালকে কাক, বিডি প্রতিদিন এ খবর আসবে প্রথম আলো মিথ্যাচার করছে কিংবা মতিউর রাহমান ২১শে আগস্ট গ্রেনেড হামলার নায়ক কিংবা কম্যুনিস্ট ইত্যাদি ইত্যাদি ।

এখন আমাদেরকে বের করতে হবে কে সত্য কথা বলছে। বসুন্ধরার কাজ কি আসলেই বন্ধ করা হয়েছে কিনা। কিংবা সত্যি পরিবেশের বিরুধধে তারা কোন কাজ করছে কিনা। দুটি পত্রিকাই তথ্যসূত্র ব্যাবহার করছে। আসলেই কেএফসি অস্বাস্থ্যকর খাবার বানাচ্ছে কিনা। মতিউর রহমান এর বিরুব্ধে কোন তথ্য প্রমান আছে কিনা। যে খবরটা প্রথম পাতায় ছাপা হল এটা প্রথম পাতায় স্থান পাওয়ার যোগ্য কিনা। কে বেশি গীবত করছে। কে তার নিজের কোম্পানির প্রচার এবং প্রসার এর জন্য তার পত্রিকাকে মিসইয়ুসে করছে। কে নিজেকে এটিএন বাংলার মাহফুজুর রহমানের মত পত্রিকায় খবর হিসেবে প্রকাশ করে। একটা রিপোর্ট প্রকাশ করল কিন্তু রিপোর্ট লেখক এর জায়গায় দেখলাম নিজস্ব প্রতিবেদক লেখা। আরে অন্য পত্রিকার প্রতিবেদক কি আপনার পেপারে রিপোর্ট লিখবে, আর আপনি সেটা ছাপাবেন। আর পাবলিকরে এতো মূর্খ মনে কইরেন না, পাব্লিক সব বুঝে। আপনারা দুইটা পত্রিকা যা শুরু করসেন মেজাজ কিন্তু গরম হইয়া যাচ্ছে।