কেন বাড়ানো হল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার মেয়াদ?

হিমেল
Published : 25 Feb 2012, 08:00 AM
Updated : 25 Feb 2012, 08:00 AM

সরকার বেশ আর্থিক টানাপোড়েন এর মধ্যে যাচ্ছে। ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছে। এই অবস্থায় যেসব সরকারী কর্মচারীর অবসরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাদেরকে পেনশন দিতে হতো। এটা সরকারের নিকট মরার উপর খাঁড়ার ঘা। কিছুদিন আগে ব্যবসায়ী নেতা আসিফ ইব্রাহীম সংবাদ সম্মেলনে বলেছিলেন- ''সরকারি কর্মচারীদের বেতন পরিশোধের মতো যথেষ্ট অর্থ সরকারের নিকট নেই।'' তাই এই বিপুল পরিমাণ পেনশনের অর্থ প্রদান থেকে বাঁচতে সরকার তাদের অবসরে যাওয়ার মেয়াদ আরও দুই বৎসর বাড়িয়ে দেয়। এতে এই অর্থের বোঝা পরবর্তী সরকারকে নিতে হবে।