ক্ষতিকারক প্রসাধনী

হিমেল
Published : 5 March 2012, 02:41 PM
Updated : 5 March 2012, 02:41 PM

যে কোন সুপার মার্কেট এ গেলে প্রসাধনী সামগ্রী কর্নারে আপনার চোখে পড়বে Clear, Fructis, Vo5, Palmolive, Paul, Mitchell, L'oreal.এই শ্যাম্পুগুলোতে ব্যাবহার করা হয় SLS (Sodium Laureth Sulphate) নামে রাসায়নিক যা প্রকৃতপক্ষে এক ধরনের মেঝে পরিষ্কারক (Floor Cleaner). এই রাসায়নিকগুলো প্রচুর ফেনা উৎপন্ন করে বলে শ্যাম্পু হিসেবে চালিয়ে দেয়া সহজতর হয়েছে। কখনও কি ভেবে দেখেছেন মেঝে পরিষ্কারক চুলের শ্যাম্পু হিসেবে ব্যাবহার করা হলে তা চুল ও মাথার খুলিতে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে? আপনার টুথপেস্ট SLS এ আছে কিনা দেখে নিন?