তনু হত্যার বিচার এবং আমাদের ভুলে যাবার সংস্কৃতি

ফায়জান নাভিদ
Published : 31 March 2016, 06:17 PM
Updated : 31 March 2016, 06:17 PM

আগামি ২/৩…সর্বোচ্চ ৬ মাস, এরপর কাউকে যদি তনুর কথা জিজ্ঞেস করা হয় সে নির্ঘাত আকাশ থেকে পরবে। ৬ মাস পর কেউ তনুকে মনে রাখবে না। প্রতি বছর একদিন হয়ত সংবাদ মাধ্যমগুলো তনুর সেই ঘটনা তুলে ধরবে। তনুর পরিবারের সাক্ষাৎকার, তাদের বিচারের জন্য হাহাকার, বিচার না হওয়ার পিছনের কারণ নিয়ে বিশেষজ্ঞ কিছু মানুষের মতামত।

সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন আমরা নিজের বিবেককে প্রশ্ন করতে শিখব। নাহ, সেটা হয়তো আমাদের আকাশ কুসুম চিন্তা। সত্যিকারের পরিবর্তন আসুক না আসুক নিজেকে অন্তত প্রশ্ন করুন, আর কতদিন চুপ করে বসে থাকবো আমরা?