কালিয়াকৈরে ডাইং ফ্যাক্টরির বিষাক্ত ক্যামিক্যাল মিশ্রিত পানিতে অতিষ্ঠ এলাকাবাসী

মো: ফকরুল ইসলাম
Published : 8 May 2012, 07:31 AM
Updated : 8 May 2012, 07:31 AM

গাজীপুর জেলার অর্ন্তগত কালিয়াকৈর থানা এলাকায় প্রায় শতাধিক বিভিন্ন ডাইং, ওয়াশিং ফ্যক্টরির বিষাক্ত ক্যামিকেল মিশ্রিত গরম পানিতে জন-জীবন প্রায় অতিষ্ঠ। এই সব ফ্যক্টরীর পরিত্যক্ত বিষাক্ত পানিতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পানির বিষাক্ত গ্যাসে মানব দেহে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। এলাকাবাসীর সাথে আলাপ কালে তাহারা জানায়, এই বিষাক্ত পানি প্রবাহের জন্য সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উক্ত পানি বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে অনেক কৃষি জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। এলাকার মৎস চাষীরা জানায়, এই বিষাক্ত পানির কারনে তাদের বিভিন্ন প্রজেক্টের মাছ মরে যাচ্ছে এবং পচন রোগ দেখা দিয়েছে, এ নিয়ে তাহারা খুবই চিন্তাযুক্ত। সরকারী নিয়ম মতে এই সব ফ্যাক্টরীর বিষাক্ত পানি পরিশোধন করে বাহিরে ছাড়ার কথা, কিস্তু সরকারী নিয়ম তোয়াক্কা করে না এই সব ফ্যাক্টরীর মালিকরা। এলাকাবাসীর দাবি, প্রশাসন (পরিবেশ অধিদপ্তর) যেন অচিরেই এই সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসে।