ইয়াবা ট্যাবলেটে সয়লাব কালিয়াকৈর থানার আশপাশ

মো: ফকরুল ইসলাম
Published : 9 May 2012, 04:48 AM
Updated : 9 May 2012, 04:48 AM

কালিয়াকৈর থানা এলাকায় প্রায় ২০টির ও বেশী স্পটে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল,গাজা বিক্রি হচ্ছে। এলাকাবাসীর মতামত অনুযায়ী কালিয়াকৈর থানা বাইপাস রোড, শিলাবৃষ্টি পাম্প এলাকা, পল্লীবিদ্যুৎ পুকুরপার, চান্দরা বাসষ্ট্যান্ড, সফিপুরের বোর্ড মিল, আহমেদনগর চেৌরাস্তা, রতনপুর রেল ষ্টেশন, সিনাবহ রাংগামাটি গ্রাম, মৌচাক ভান্নারা বাজার, লোহাকৈর মাজার রোড, মোহনা সিনামা হল এলাকা সহ আরো বিভিন্ন স্পটে বিভিন্ন কৌশলে মাদক বিক্রেতারা মদ,গাজা, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল বিক্রি করে আসছে। উঠতি বয়সের ছেলেদের দিয়ে বিক্রি করানো হচ্ছে এই সব মাদকদ্রব্য। এলাকাবাসী জানায় যুবক থেকে শুরু করে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসক্ত হয়ে পড়ছে মরন নেশা ইয়াবা ট্যাবলেট খেয়ে। এলাকাবাসী জানায় প্রশাসনের সাথে আতাত করেই বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য। কেননা পুলিশ ইচ্ছে করলে মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে এই মাদক দ্রব্য বিক্রি, তবে কেন বন্ধ হচ্ছে না?