গাজীপুরে হরতালে ভাংচুর: আটক-১৩

মো: ফকরুল ইসলাম
Published : 18 May 2012, 07:56 AM
Updated : 18 May 2012, 07:56 AM

গাজীপুরে হরতাল চলাকালে জেলা শহর ও চান্দনা চৌরাস্তায় বেশ কিছু যানবাহন ভাংচুর হয়েছে। সকালে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদের নেতৃত্বে হরতালের পক্ষে একটি মিছিল বের হলে পুলিশ তাতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক, বাসসহ বেশকিছু যানবাহন ভাঙচুর হয়েছে। এছাড়া জেলা শহরের জোরপুকুর পাড় থেকে সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এর আগে রাজবাড়ি রোডে হরতালে ২/৩টি টেম্পো ভাংচুর হয়। কালিয়াকৈর থানার আনসার একাডেমী ৩ নং গেটে ৫/৬টি পিকআপ ও ট্রাক ভাংচূর হয়। কালিয়াকৈর থানা বিএনপি অফিস পুলিশ অবরোধ। করে রাখে, কোন মিছিল বের করতে দেয়নি। এছাড়া হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে রাতে জেলার ৪ থানায় ১৩ জনকে আটক হয়েছে। টঙ্গী, শ্রীপুর, কাপাসিয়া ও কালিগঞ্জে কোন মিছিলের খবর পাওয়া যায় নি। হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে রাতে জয়দেবপুর থানায় ৬ জন, টঙ্গীতে ৩ জন, কালিগঞ্জে ৩ জন ও কাপাসিয়া থানায় ১জন সহ মোট ১৩ জন আটক হয়েছে।