র‍্যাব পরিচয়ে কালিয়াকৈরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই

মো: ফকরুল ইসলাম
Published : 31 May 2012, 04:39 AM
Updated : 31 May 2012, 04:39 AM

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার তেলির চালা গ্রামের মো: হোসেন মিন্টু (২৮) নামে এক ব্যবসায়ী গতকাল ৩০/০৫/২০১২ইং তাং বিকেল ৩.৩০মি. সময় ডাচ-বাংলা ব্যাংক সফিপুর শাখা হইতে ৭৯,০০০/-(ঊনাশি হাজার) টাকা তুলে লেগুনা যোগে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এইট-ফ্যাসনের সামনে একটি মাইক্রোবাস লেগুনার গতিরোধ করে নিজেদেরকে র‍্যাব পরিচয় দিয়ে ব্যাবসায়ীকে টেনে হীচরে মারতে মারতে মামলা থাকার কথা বলে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে দ্রূত এলাকা ত্যাগ করে। পরে ব্যবসায়ীকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে কালিয়াকৈর চন্দা বিট অফিসের সামনে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। মো: হোসেন মিন্টু বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে। এ ব্যপারে কলিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। ডায়েরী নং-১২৮৮, তাং-৩০-০৫-২০১২ইং। মো: হোসেন মিন্টু কালিয়াকৈর থানার তেলির চালা গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ীতে ভাড়া থাকেন।