মানব জীবনে প্রয়োজনীয় এমন ২ টি হাদীস

ফারাবী
Published : 24 April 2011, 05:40 PM
Updated : 24 April 2011, 05:40 PM

হাদীস ১- হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, এক দিন আমি রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম – এর পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন- " শোন বৎস, আমি তোমাকে কয়েকটি কথা বলছি- আল্লাহ তায়ালার খেয়াল রাখ, তিনি তোমার হেফাযত করবেন। আল্লাহ তায়ালার খেয়াল রাখ, তুমি তাঁকে নিজের সামনে পাবে। তোমার কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। তোমার সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি সকল মানুষ তোমার কোন উপকার করার ব্যাপারে একমত হয়ে যায়, তবে আল্লাহ সুবহানাতালা যে উপকার লিখে দিয়েছেন, সেটি ছাড়া তারা কিছুই করতে সক্ষম হবে না। পক্ষান্তরে যদি সবাই তোমার কোন ক্ষতি সাধনে একমত হয়ে যায়, তবে আল্লাহ তায়ালা যে ক্ষতি লিখে দিয়েছেন সেটি ছাড়া তারা তোমার কোন ক্ষতি সাধন করতে পারবে না। '' ( তিরমিযী )।

হাদীস ২- হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) রেওয়াতে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – " কিয়ামতের দিন যখন মানুষ কে হিসাব- নিকাশের জন্য আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন ৫ টি বিষয়ে প্রশ্নোত্তর না হওয়া পর্যন্ত সে স্বস্থান ত্যাগ করতে পারবে না। ৫ টি বিষয় এই-
১- মানুষ তার সমগ্র জীবন কি কি কাজে অতিবাহিত করেছে?
২- সে তার যৌবন ও যৌবন শক্তি কি কি কাজে ব্যয় করেছে
৩- ধন সম্পদ কোথা থেকে, কি উপায়ে ও কোন পথে উপার্জন করেছে
৪- উপার্জিত ধন- সম্পদ সে কি কাজে ব্যয় করেছে
৫- যেসব বিষয়ে তার জ্ঞান ছিল, সে গুলি সম্পর্কে সে কি আমল করেছে ( তিরমিযী )