আল- কোরআন এর কতিপয় আয়াতের বৈজ্ঞানিক বিশ্লেষণ- ১ম পর্ব

ফারাবী
Published : 4 May 2011, 05:09 AM
Updated : 4 May 2011, 05:09 AM

The Big Bang Theory:
" অবিশ্বাসীরা কি লক্ষ্য করে দেখে না যে, নভোমন্ডল এবং ভূ-মন্ডল (একটি বস্তুর ন্যায় ) পরস্পর সংযুক্ত ছিল ? অতঃপর আমরা এদের ভেঙ্গে বিছিন্ন করে দিয়েছি। (সুরা আম্বিয়া-৩০)- বিশেষ দ্রষ্টব্য : আরবী ভাষায় আমরা শব্দ টি সম্মানবাচক সর্বনাম অর্থে ব্যবহৃত হয়।
মহাবিশ্বের সম্প্রসারণঃ
" প্রবল ক্ষমতা বলে আমরা মহাকাশ সৃস্টি করেছি এবং অবশ্যই তা সম্প্রসারণ করে চলেছি।'' ( সূরা যারিয়াত-৪৭ )
সৃষ্টির নির্ভুল অনুপাতঃ
" তিনিই সর্বময় সত্ত্বা যিনি নভোমন্ডল ও ভূ- মন্ডল সৃস্টি করেছেন নির্ভুল অনুপাতে- " (সূরা আনয়াম-৭৩)
" আল্লাহ পাক সঠিক অনুপাতে আকাশ মন্ডল ও পৃথিবীমন্ডল সৃস্টি করেছেন। অবশ্যই যারা বিশ্বাস রাখে তাদের জন্য এতে রয়েছে প্রমাণ-" (সূরা আনকাবুত-৪৪)।

Closed Big Bang: " সে দিন আমরা মহাবিশ্ব গুটিয়ে নেব যেমনি করে গুটিয়ে নেয়া হয় লিখিত বইপত্র। আর প্রথমবার সৃস্টি করার সময় আমরা যেভাবে আরম্ভ করেছিলাম অনুরুপভাবে তা পুনরাবৃত্তি
করা হবে- ( সূরা আম্বিয়া ১০৪)

মহাকর্ষ বলঃ
" নিশ্চয় আল্লাহ নভোমন্ডল এবং ভূ- মন্ডলকে এমনভাবে ধারণ করে রেখেছেন যার ফলে ওগুলি বিচ্ছন্ন হয়ে পতিত হয় না- ( সূরা ফাতির-৪১) "
" মহাকাশের সকল বস্তু তার কক্ষপথে ঘুরে বেড়ায়- (সুরা ইয়াসীন-৪০)

পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতিঃ
" তোমরা কি দেখনা মহানুভব প্রভু রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর প্রবাহিত করেন। আর তিনি চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রন করে রেখেছেন। প্রত্যেকে নিজ কক্ষপথে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে। ( সূরা লোকমান-২৯ )