লিও তলস্তয়ের জীবনের একটি গোপন দিক

ফারাবী
Published : 15 June 2011, 09:46 AM
Updated : 15 June 2011, 09:46 AM

বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের মৃত্যুর পরে তাঁর অভারকোটের পকেটে একটা বই পাওয়া যায়। বই টির নাম " The Sayings of prophet Muhammad ( PBUH). যার বাংলা অর্থ হলো রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী। ১৯০৫ সালে আল্লামা স্যার আব্দুল্লাহ আল-মামুন আল-সুহরাওয়ার্দী সংকলিত এই বই টিতে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর ৪৫১ টি সুন্দরতম হাদীস স্থান পেয়েছে। এই সংকলনটিতে যেসব হাদীস স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে ইসলামের সার্বজনীন শিক্ষার মাহাত্ম্য, এর উদারতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, মানবকল্যানের স্বভাবসঙ্গত দিকগুলি। সংকলনটি প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে বিশেষ করে ইউরোপে বিপুল ভাবে সমাদৃত হয় এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়। বাংলা ভাষায় গ্রন্থটি " রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী " নামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর যে কোন শাখা থেকে বইটি কিনা যাবে।

আল্লামা স্যার আব্দুল্লাহ আল-মামুন আল-সুহরাওয়ার্দী কে বলা হত 'বিংশ শতাব্দীর ইসলামের দূত'. উনি লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করার সময় Pan Islamic Society of London ( লন্ডন বিশ্ব মুসলিম সংঘ ) প্রতিষ্ঠা করেন। যার লক্ষ্য ছিল মুসলিম বিশ্ব কে রাজনৈতিক ভাবে না হোক, অন্তত অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূত্রে যুক্ত করা। লিও তলস্তয়ের সাথে উনার নিয়মিত পত্র যোগাযোগ হত। উনার ভাই হাসান সুহরাওয়ার্দী বলেন, " আমার ভাই অনেক পুস্তক লিখিয়াছেন কিন্তু এটাই ছিল তাঁহার নিকট সবচেয়ে প্রিয়। "