রোযা সম্পর্কিত কয়েকটি হাদীস, ১ম পর্ব

ফারাবী
Published : 4 Sept 2021, 04:35 PM
Updated : 20 August 2011, 06:14 AM

১. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – " সেহরী খাও, ইহার মধ্যে বরকত আছে। ( সহীহ বোখারী, মুসলিম শরীফ )

২. হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – " যে ব্যক্তি রোযা রাখার নিয়তে সেহরী খায়, আল্লাহ সুবহানাতায়ালা তাহার উপর রহমত বর্ষণ করিতে থাকেন এবং ফেরেশতারা তার জন্য দোয়া করিতে থাকেন। ( মেশকাত শরীফ )

৩. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – " আমাদের ও আহলে কিতাবদের (ইহুদী ও খ্রিস্টানদের) রোযার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরী খাওয়া।

৪. হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন – " পিপাসা দূর হইয়াছে, শিরাগুলি সিক্ত হইয়াছে এবং আল্লাহর ইচ্ছা হইলে পুরস্কার নির্দ্ধারিত হইয়াছে। (আবু দাঊদ শরীফ)

৫. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – " আল্লাহ তায়ালা বলেন- আমার সর্বাপেক্ষা প্রিয় বান্দা তাহারই যাহারা সত্ত্বর ইফতার করে। ( তিরমিযী শরীফ )