পোনা মাছের লাফালাফি…!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 3 Sept 2015, 07:51 PM
Updated : 3 Sept 2015, 07:51 PM

মিস্টিক কবি লালন ফকির কহেন…

পোনা মাছে লাফ মেরেছে পুকুরে
শনি বারের বার বেলাতে দুপুরে
তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল জলে
মনের পাখি বনে পালায় কি কৌশলে
আমার মনের পাখি বনে পালায় কি কৌশলে!

…….
ফকির সাহেবের যুগ অনেক আগেই সমাপ্ত হয়েছে! তাই এইসময় মনের পাখির বনে পালানোর কোন চান্স নাই।
……..
তাই এইবার আমার পাখি মনের বড় সাধ,
বিশ্বপ্রেমিকলীগ, বেহায়ালীগ, ফেসবুকলীগ, ব্লগারলীগ, অশ্বডিম্বলীগ, জ্বীনের বাদশালীগ, দেওয়ানবাগীলীগ, পরের ধনে পোদ্দারিলীগ, বাগাড়ম্বরলীগ, বামলীগ, ডানলীগ, জুমাতলীগ, হেফাজতলীগ, তেঁতুললীগ, আস্তিকলীগ, নাস্তিকলীগ, রাজাকারলীগ, বেয়াইলীগ গঠন করি!
আর এইসব লীগের যাত্রা শুরু হবে শিশুলীগ দিয়া!
http://m.bdnews24.com/bn/detail/home/1020791
…….
আপনার শিশুকে রাজনীতির চোরাগলি চিনায়ে দিন। কামাই রোজগারের আয় বরকত বুঝে নিন!

চুবিখা বা চুলকানির বিনিময়ে পাওয়া খাদ্য ললিপপ নিয়ে মুগদার শিশুলীগ সভাপতি ও সম্পাদক গ্রুপের কামড়াকামড়ি ও ঝগড়াঝাঁটি মেটাতে রাজনীতির বুড়োহাবড়ারা এখন জেরবার।
আগামীর দৈনিক 'নুনুলেখা' পত্রিকার লিড নিউজ এমনটাই!

পাদটীকাঃ 'দ্য রিপাবলিক' গ্রন্থে গ্রিক দার্শনিক প্লেটো শিশুদের প্রাথমিক শিক্ষা বিষয়ে বলেন, প্রথম স্তরে ৬ বছর থেকে ১২ বছর পর্যন্ত অপরিণত বালক বালিকাদের জ্ঞান দানের পরিবর্তে তাদের মানসিক বৃত্তিসমূহের সুষ্ঠু বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে। ধর্মীয় সত্য, নৈতিকতা, উত্তম আচার আচরণের পাঠ দেয়া হবে। যাতে তারা নৈতিক মূল্যবোধ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে।

দ্বিতীয় ভাগে ১২ বছর থেকে ২০ বছর পর্যন্ত বালক বালিকারা সাহিত্য, সঙ্গীত ও শারীরিক বিদ্যা অনুশীলন করবে। যাতে তারা আত্মসংযমী, শৃঙ্খলাবোধসম্পন্ন, নিয়ামানুবর্তী ও পরিশ্রমী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।
কিন্তু প্লেটো কোথাও শিশুদের রাজনীতি বিশারদ হতে শিশুলীগে যোগ দেওয়ার কথা বললেন না।

কি জানি তিনি হয়ত এখনকার নাক টিপলে দুধ গলা শিশু নেতাদের মতো মোটেই গণতন্ত্রমনা ছিলেন না!

ফারদিন ফেরদৌসঃ লেখক ও সাংবাদিক
০৩ সেপ্টেম্বর ২০১৫
https://www.facebook.com/fardeen.ferdous
https://twitter.com/fardeenferdous