তুমি হাতখানি যবে রাখো মোর হাতের প’রে!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 12 May 2016, 05:26 PM
Updated : 12 May 2016, 05:26 PM

মিষ্টিকুমড়া'র বাড়িয়ে দেয়া হৃদ্যতার হাতে করল্লা'র সকৃতজ্ঞ হস্ত! এমন হৃদয়ছোঁয়া দৃশ্য চোখের মনিকোঠায় আসামাত্রই প্রেমের কবি কাজী নজরুল ইসলাম সুরের সৌরভ ছড়িয়ে যানঃ

তুমি হাতখানি যবে রাখো মোর হাতের প'রে,
মোর কন্ঠ হ'তে সুরের গঙ্গা ঝরে।।
তব কাজল আঁখির ঘন পল্লব তলে
বিরহ মলিন ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন সেদিন নীলাম্বরে।।

প্রাণপ্রকৃতি, উদ্ভিদরাজি বা পাখপাখালির সুন্দর ও ভালোবাসার সহাবস্থান বরাবরই এমন!
আশরাফুল মখলুকাত মনুষ্যেই যত গণ্ডগোল!
—————————————
ছবিঃ সুখেরছায়া, গাজীপুর
১০ মে ২০১৬!