মানুষের চেয়ে বড় কিছু নাই…!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 23 August 2016, 05:36 PM
Updated : 23 August 2016, 05:36 PM

এ এক অকৃত্রিম ভালোবাসার অবিচ্ছেদ্য অটুট বন্ধন। সরল ও মহান বন্ধুত্ব। বামে নিত্য মালো ও ডানে রাকিব হাসান। দু'জনেই নয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অনার্য হিন্দু জেলে সম্প্রদায়ের ছেলেটির সাথে বনেদী মুসলিম পুত্রের কুসুমাস্তীর্ণ বন্ধুত্বে কোনো কন্টকের বিঘ্ন নেই। কারণটা সহজ। শিশু বলেই এটা সম্ভব। আমাদের মতো বড় আর অতি বুদ্ধিমান হয়ে ওঠলে রাকিবকে বন্ধু পাতার আগে চিন্তা করতে হতো, কে আস্তিক, কে নাস্তিক, কে স্বধর্মী, কে বিধর্মী, কে অপবিত্র, কে কাফির, কে মুরতাদ। বড়দেরকে বর্ণ, ধর্ম, জাতিগোষ্ঠী খোঁজে বন্ধুত্ব পাততে হয়। আমরা মানুষ তালাশ করি না। কবি কাজী নজরুল ইসলামের কথা,

'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'

ভেবেও দেখি না! অথচ শিশুদের প্রেম, ভ্রাতৃত্ব, মায়া, মমতার পথ কতই না সহজ সাদাসিধা! এমন শিশুর অন্তরে ঘুমিয়ে থাকাই আদর্শ পিতার সার্থকতা। শিশু নিত্য ও রাকিবের জন্য অফুরান শুভ কামনা।
————————
নয়ানগর, গাজীপুর
২২ আগস্ট ২০১৬!