খয়েরি ফড়িং: প্রেমময় চতুরঙ্গ

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 20 Sept 2016, 04:53 PM
Updated : 20 Sept 2016, 04:53 PM


খয়েরি ফড়িং এর ছবিটি আজ দুপুরে গাজীপুরের সুখেরছায়া থেকে তোলা!

ভোর;
আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল :
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ।
……..
প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তাঁর 'শিকার' কবিতায় প্রকৃতি বন্দনায় এমনটাই বলেছিলেন।

আর আমি বলি, মাঝে মাঝে এক চঞ্চলা সহৃদয়া খয়েরি রঙা সুন্দরী অতিথি এসে আমার সুখেরছায়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে যায়। দারুণ রঙ আর ঢঙ্গে অনিন্দ্য মুগ্ধতা ছড়িয়ে যায় নিমিষে চারপাশে। রূপ তার কবেকার আলোকিত বিদিশার নিশা। চার পাখায় চারটি হৃদয় আঁকা। ফড়িং: যেন প্রেমময় চতুরঙ্গ! ওকে যতবার দেখি, ততবার কবিগুরু রবি ঠাকুর এসে কানের কাছে গুণগুণিয়ে বলে যান:
মাঝে মাঝে তব দেখা পাই…
চিরদিন কেন পাই না…

……………………..
ফারদিন ফেরদৌস
সুখেরছায়া
২০ সেপ্টেম্বর ২০১৬!