চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 29 Dec 2016, 02:41 PM
Updated : 29 Dec 2016, 02:41 PM

আমাদের এই বহুবর্ণিল নয়নাভিরাম চোখের শিশু মডেলরা থাকেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংগুরী গ্রামে। ছবিটি ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখে তোলা।

একদিন এমন চোখের চাহনি দেখেই মুগ্ধকর কেউ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে গেয়ে উঠবেন-
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥

কবি কাজী নজরুল ইসলাম গান গেয়ে যাবেন অলখে-
আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাও কোন অমিয়
আছে আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরান প্রিয়।।

গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার শুনিয়ে দেবেন-
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।

এমন চোখেদের সমঝদার হতে হলে, ভালোবাসার সুবর্ণপাত্র হতে হলে সত্যি ঐ চোখেদের মতো চোখ থাকা চাই। প্রিয় ক্ষুদে মডেল সিয়াম, ইমন, মাহী ও সুহানের জন্য অফুরান ভালোবাসা।

ফারদিন ফেরদৌস
লেখক ও সাংবাদিক