প্রকৃতির রঙের কারুকাজ বড় মনভোলানো। সবুজ ঘাসের পত্রপল্লবে বসে সঙ্গির জন্য অপেক্ষা করছে এই রূপসী সাদাকালো প্রজাপতি। ছবিটি ০১ জুন ২০১৭ তারিখে গাজীপুরের লতিফপুর গ্রামের ‘সুখেরছায়া’ থেকে তোলা।
সবুজ ঘাসে সাদাকালো প্রজাপতি
ক্যাটেগরিঃ ফটো
ক্যাটেগরিঃ ফটো
প্রকৃতির রঙের কারুকাজ বড় মনভোলানো। সবুজ ঘাসের পত্রপল্লবে বসে সঙ্গির জন্য অপেক্ষা করছে এই রূপসী সাদাকালো প্রজাপতি। ছবিটি ০১ জুন ২০১৭ তারিখে গাজীপুরের লতিফপুর গ্রামের ‘সুখেরছায়া’ থেকে তোলা।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
অসাধারন ছবি তুলেছেন ভাই, এই ছবিটা তুলতে কোন্ মডেলের ক্যামেরা ব্যাবহার করেছেন জানালে খুশি হবো। ১৮-৫৫ লেন্সের মতো ব্লার হয়েছে অথচ ব্লারের প্যাটার্ন দেখে মনে হচ্ছে মোবাইল লেন্স। ছবিটা আমার খুব ভালো লেগেছে।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আমার ক্যামেরা একটাই। করিতকর্মা সেলফোন গ্যালাক্সি এস-৪। খুব পুরনো। কিন্তু ছবি তুলে বড় আনন্দ পাই।
অশেষ ধন্যবাদ ভাই নির্জন।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
আমার সন্দেহ ছিলো এটা মোবাইলে তোলা, তবে মোবাইলেও যে এতো সুন্দর ছবি তোলা সম্ভব তা আপনার এই ছবি দেখে আরো নিশ্চিত হলাম। মোবাইল দিয়ে এইরকম ছবি তোলা অনেক চ্যালেঞ্জের ব্যাপার। একটু এদিক ওদিক হলেই ছবির সর্বনাশ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, এই প্রজাপতিটার সাথে আমার অনেক দিনের পরিচয়, এর নাম হচ্ছে, “তিলাইয়া-প্রজাপতি” অনেকদিন ধরে খুঁজি, তবে এই শহরের ইট কাঠের মাঝে খুঁজে পাইনা। সেদিন বগুড়ার এডওয়ার্ড পার্কে তিলাইয়ার মতো একটার প্রজাপতির দেখা পেলাম, ব্যাগের ভেতর থেকে আমার ক্যমেরাটা বের করার আগেই উড়ে চলে গেল, সেই যে গেল আর খুঁজে পেলাম না। আমার মনে হয় এই “তিলাইয়া” প্রজাপতিটা একদমই দূর্লভ হয়ে গেছে।
ছবিটা দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ফেরদৌস ভাই, সবসময় ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
তিলাইয়া নামটা অসাধারণ। ধন্যবাদ ভাই।