তেলাকুচা ফল কী সুন্দর!

ফারদিন ফেরদৌসফারদিন ফেরদৌস
Published : 19 June 2017, 07:59 AM
Updated : 19 June 2017, 07:59 AM

তেলাকুচা একপ্রকারের ভেষজ উদ্ভিদ। এর বোটানিক্যাল নাম 'Coccinia grandis' বা Coccinia Cordifolia Cogn। বাংলাদেশে স্থানীয়ভাবে একে কুচিলা, তেলা, তেলাকচু, তেলাহচি, তেলাচোরা কেলাকচু, তেলাকুচা বিম্বী ইত্যাদি নামে ডাকা হয়।

এর ইংরেজি নাম 'ivy gourd', baby watermelon, little gourd বা gentleman's toes। অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয়। গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, লতা, মূল ও ফল ব্যবহৃত হয়।

শীতকাল ছাড়া সব মৌসুমেই তেলাকুচার ফুল ও ফল হয়ে থাকে। ফল ধরার চার মাস পর পাকে এবং পাকলে টকটকে লাল হয়।

তেলাকুচার পাকা ফলের ছবিটি ০১ জুন ২০১৭ তারিখে গাজীপুরের লতিফপুর থেকে তোলা।

ফারদিন ফেরদৌস
সুখেরছায়া