পানি, বিদ্যুৎ, গ্যাসের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ

ফরহাদ আজাদ
Published : 6 April 2012, 08:04 AM
Updated : 6 April 2012, 08:04 AM

বেশ কিছু দিন যাবৎ পানি,বিদ্যুত,গ্যাসের দাবিতে ঢাকা বাসী ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে রাজপথে নেমেছে। অটিজম শিশু এবং সমুদ্র বিজয় নিয়ে যেভাবে কথা বলতেছি আমার মনে হয় বর্তমান ঢাকা বাসীর প্রাণের দাবি পানি, বিদ্যুত, গ্যাসের ব্যপারে গুরুত্ব দেওয়া উচিৎ। কারন বেশি মেন্ডেট পাওয়া এই সরকারের দায়িত্ব ও অনেক বেশি । পানি, বিদ্যুত, গ্যাসের কোথায় সমস্যা এবং কী কী ব্যবস্থা নিলে এ থেকে উত্তোরনের পথ সহজ হবে সরকার তা জনগনের সামনে পরিষ্কার বলতে হবে । এতে ব্যর্থতার কিছু নেই । বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব বলেছেন পানি, বিদ্যুত, গ্যাসের ব্যবস্থা করুন নতুবা পদত্যাগ করুন । আমার প্রশ্ন হল পদত্যাগ কি এই সমস্যা সমাধানের উপায়? যদি তাই হয় তাহলে আপনাদের সময়েও তো পানি,বিদ্যুত,গ্যাসের দাবিতে ঢাকাবাসী ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে রাজপথে নেমেছিল তখন আপনারা কেন পদত্যাগ করেননি । রাজনৈতিক কৌশল অবলম্বন না করে কিভাবে পানি,বিদ্যুত,গ্যাসের সমস্যা লাঘব হবে তার একটি সুপারিশ সরকারকে দিন এবং জনগনের সামনে প্রকাশ করুন ।এটাই এখন আপনাদের দায়িত্ব । তাহলেই জনগন আপনাদের পক্ষে থাকবে। পদত্যাগের কথা বললে জনগনের দাবি গুলি ম্লান হয়ে যায়।